পেপাল এর দীর্ঘদিনের অপেক্ষা শেষ হতে যাছে আগামী ১৯ অক্টোবর পেপাল বাংলাদেশে চালুর মধ্যে দিয়ে। আগামী ১৯ অক্টোবর বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৭ এর দ্বিতীয় দিন পেপাল সেবা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
সোমবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আয়োজিত ফেসবুকের বুস্ট ইওর বিজনেস প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, পেপাল বাংলাদেশের জন্য অত্যান্ত প্রয়োজনীয় ছিল। কারণ ডিজিটাল বাংলাদেশের প্রসারের জন্য এবং ডিজিটাল ট্রানজেকশনের জন্য আমাদের পেপাল আসলে প্রয়োজন। এই মুহূর্তে আন্তর্জাতিক গেটওয়ে হিসেবে পেপালের থেকে এত সহজ এবং মসৃণ কোনো আর কোনো পথ নেই।
প্রতিমন্ত্রী আরও বলেন , আমরা গত সাড়ে তিনবছর ধরে পেপালের সঙ্গে যোগাযোগ করছিলাম। প্রধানমন্ত্রীর আইসিটি অ্যাডভাইজার সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে আমরা প্রথমে কাজ শুরু করি জুমের সঙ্গে। কারণ আমরা একটা খবর পেয়েছিলাম জুম ও পেপাল একত্রিত হতে যাচ্ছে। জুমকে অ্যাকেয়ার করে নিচ্ছে পেপাল। ফলে আমরা ২০১৪ সালের শেষের দিকে জুমের সঙ্গে বারবার বৈঠক করি, পেপালের সঙ্গে বৈঠক করি। ইতোমধ্যে জুম এবং পেপাল একত্রিত হয়ে গেছে। ১৮ অক্টোবর দেশে পেপাল উদ্বোধন হচ্ছে।
প্রতিমন্ত্রী এও বলেন, প্রথম অবস্থায় প্রবাসীরা দেশে পেপালের মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে পারবেন। এছাড়াও ফ্রিল্যান্সাররা তাদের অর্জিত অর্থ দেশে আনতে পারবেন। আগে মার্কেট প্লেসের মাধ্যমে ফ্রিল্যান্সাররা তাদের কষ্টার্জিত অর্থ দেশে আনতেন। এই সুবিধা চালুর ফলে সেই বাধা কাটলো।
AliExpress.com Product - Jumper EZbook 3 Pro 13.3'' laptop Intel Apollo Lake N3450 6G DDR3 RAM IPS screen 1920 x 1080 notebook 64GB eMMC with M2 SSD Slot পলক জানান, শিগগিরই পেপালের মাধ্যমে বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাঠানো যাবে। এজন্য পেপালের সঙ্গে কথা বলা হচ্ছে। এতে করে বিদেশগামী শিক্ষার্থীরা উপকৃত হবেন।
এই সেবার মাধ্যমে বাংলাদেশের যেকোনো ব্যাংক থেকে পেপালের মাধ্যমে দেশে টাকা পাঠানো পারতেন প্রবাসীরা। ইতোমধ্যে এই সেবার পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। এখন উদ্বোধনের অপেক্ষায় আছে। ১৮ অক্টোবর সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এই সেবার উদ্বোধন করবেন সজীব ওয়াজেদ জয়।
অনুষ্ঠানে ফেসবুকের দক্ষিণ এশিয়ার পলিসি প্রোগ্রামের প্রধান রিতেশ মেহতাসহ, এলআইসিটির কম্পোনেট টিম লিডার সামি আহমেদ, কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক স্বপন কুমার সরকার, এলআইসিটি প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম, মাল্টিমিডিয়া কনটেন্ট অ্যান্ড কমিউনিকেশন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
তথ্যসূত্রঃ dhakatimes24
0 comments:
Post a Comment